
মারিয়ানা মারিয়ানা

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা নিষেধ তো একটা ছিলই। তার চেয়েও বেশি ছিল ভয়। আড়াইশো—বছর ধরে ভারতের পশ্চিম সীমান্ত ঘেঁষা এই ইয়েলমিং পার্বত্য এলাকার বহু মানুষ সেই নিষেধ এবং ভয়কে মান্যতা দিয়ে এসেছে।
ইয়েলমিং পাহাড়ের পশ্চিমদিকের ঢালে, বেদিয়ানা—উপজাতিদের সমাধিক্ষেত্রের গায়েই যে এক নিষিদ্ধ বাগান রয়েছে, সে কথা জানত অনেকেই। কিন্তু বেদিয়ানাদের মধ্যে যারা বংশপরম্পরায় গুণ...