
মানুষ পাচার

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১১ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্বঃ ০১
‘চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে…’ মান্না দে’র গাওয়া গানটাকে আজকাল প্রায়ই গুনগুন করে অর্জুন, বিশেষ করে যখন সে কম্পিউটারের সামনে বসে। নেটে ঢুকে পড়লে এই চার দেওয়ালের মধ্যে গোটা পৃথিবীটা টুক করে চলে আসে। কোথায় সানফ্রান্সিসকো, কোথায় সিঙ্গাপুর, কয়েক সেকেন্ডেই খবরাখবর নিয়ে আসা যায়। গত কাল অর্জুন মেজরকে মেল করেছিল। আজ দেখল, মেলের জবাব আসেনি। সুস্থ থাকলে মেজর প্রতিদিন মেল খ...