
ব্যাকভলি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
‘কত বছর পর? তা অন্তত তিরিশ বছর হবে!’ মনে মনে হিসাব করলেন সমীরণ৷ হ্যাঁ, প্রায় তিরিশ বছর পর তিনি আবার পা রাখতে চলেছেন তাঁর গ্রামে৷ কুসুমপুরে৷
পিচ রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি৷ বাইরে শীতের উজ্জ্বল সকাল৷ সেদিকে তাকিয়ে সমীরণের মনে হল, এ জায়গটা যেন ঠিক একই রকম আছে৷ দুপাশে সবুজ ধানের খেত, তার মাঝে মাঝে সূর্যকিরণে উদ্ভাসিত ফাঁকা মাঠ৷ একটা মাঠের দুপাশে গোলপোস্টও দেখতে পেলেন সমীরণ...