
বান্ধবগড়ের রাজাসাহেব

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শেষ ফরেস্ট লজে খোঁজ নিয়ে গাড়ির কাছে এসে সৈকত বলল, ‘না রে, কোনো ঘর খালি নেই৷ অনেক করে ম্যানেজারকে অনুরোধ করলাম৷ রেজিস্টার দেখাল লোকটা৷ সাতদিনের আগে কোনো ঘর পাওয়া যাবে না৷ কী ডিসিশন নিবি বল?’
বুঝতে পারলাম, ঘর বুকিং না করে বান্ধবগড়ে আসাটা যথেষ্ট বোকামি হয়েছে৷ টুরিস্ট সিজন৷ এই সময় সারা দেশ থেকে লোক মধ্যপ্রদেশের এই বান্ধবগড়ে বাঘ দেখতে আসে৷ কলকাতা থেকে গাড়ি নিয়ে লং ড্রাইভ...