
পৃথা ও চন্দ্রদেবতা

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একটা কী যেন মন্ত্র জানলে আকাশের দেবতাদের ডাকা যায়। পৃথার সেই মন্ত্রটা খুব শিখতে ইচ্ছে করে।
কিন্তু কে শেখাবে? আগেরকার দিনে ঋষিদের অনেক ক্ষমতা ছিল। তাঁরা মন্ত্রবলে অদৃশ্য হয়ে যেতেন, রেগে গেলে কোনো মানুষকে অভিশাপ দিয়ে সাপ কিংবা ব্যাং বানিয়ে দিতেন।
এখনকার দিনে তো আর মুনিঋষি নেই, আছেন সাধুসন্ন্যাসী, তাঁদের এরকম ক্ষমতা আছে কি? বাবাকে জিজ্ঞেস করলে হাসতে হাসতে বলেন, ‘ধুত, ওসব গল্প! ক...