
পিশাচগড়ের পিশাচ বুরুজ

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মুঞ্জ খাটের উপর রাখা সুটকেসটা খোলার আগে সমুদ্রকে বলল, ‘মেসবাড়িতে তোমাদের সকলের আমার এই টিনের সুটকেসটা নিয়ে খুব আগ্রহ তাই না? কতবার তোমরা ইয়ারকি মেরেছ এর মধ্যে গুপ্তধন আছে বলে! এবার দেখো এর মধ্যে কী আছে৷’ এই বলে চাবি দিয়ে তালা খুলে সুটকেসের ডালা খুলল মুঞ্জ৷ কৌতূহলবশত সমুদ্র তাকাল তার ভিতরের জিনিসের দিকে৷ না, গুপ্তধন নয়, তার ভিতরে রাখা আছে জরির কাজ করা কিছু পোশাক, আর একটা পাগড়...