
পানিমুড়ার কবলে

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে৷ সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা৷ তারপর থেকে বেশ ঘন জঙ্গল৷
সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার৷ আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে৷ বছরের মাঝ-খানে আমাকে চলে আসতে হল বলে এখানকার স্কুলে ভর্তি হতে পারলাম না৷ নতুন বছরে ভর্তি হতে হবে৷