
জোড়া সাপ

সুনীল গঙ্গোপাধ্যায়
সেবার আমি বেড়াতে গিয়েছিলাম কাশীতে, আমার ছোটমাসির বাড়িতে। আমার ছোটমেসোর বদলির চাকরি, সেইজন্য আমার খুব মজা হয়েছিল। ছোটমেসো একটা নতুন জায়গায় বদলি হয়ে যান, আর আমি অমনি সেখানে বেড়াতে যাই। এইভাবে আমার মুসৌরী, দেরাদুন, পুণা, তেজপুর, বিশাখাপত্তনম এই সব ভালো ভালো জায়গা দেখা হয়ে গিয়েছিল।
আমার ছোটমেসোকে আসলে বলা উচিত বিরাট মেসো। কারণ তাঁর চেহারাটা ঠিক ভীমের মতন। তেমনি বাজখাঁ...