
জেঠুমণি অ্যান্ড কোম্পানি

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কিছুক্ষণ আগে এক পশলা জোর বৃষ্টি হয়ে গেছিল৷ বসন্তের জঙ্গল-পাহাড়ের গায়ে যত ধুলো জমেছিল, সমস্ত পরিষ্কার করে নিয়েছিল সেই বৃষ্টি৷ এখন গোধূলির নরম হলদেটে আলোয় চারদিক হেসে উঠেছে৷ সন্ধে হওয়ার দেরি নেই৷ ঋজুদা কাঠকামচারির বাংলোর সামনে ইঞ্জিচেয়ারে বসে পায়ের ওপরে পা রেখে ভুড়ুক-ভুড়ুক করে পাইপ খাচ্ছিল৷ আর আমি বসে ছিলাম একটা গাছের গুঁড়িতে! বসে-বসে বৃষ্টির পরে রাইফেলটা এবং বন্দুকটা ভালো করে ক্লিনিংরড দিয়ে...