
জাহাজ ধরা সহজ নয়

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
গঙ্গাযাত্রার থেকে শুনেছি, খুব কম লোকই বেঁচে ফেরে। পদ্মযাত্রাও আমার কাছে প্রায় তাই।
যতবার পদ্মযাত্রায় বেরিয়েছি একটা না একটা বিপদ ঘটেছেই। একবার তো আমার খুড়তুতো বোনকে শ্বশুরবাড়ি দিতে গিয়ে ….না, সে দুঃখের কথা কেন আর! ঠিক নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের মত না হলেও, নাকাল হবার কাহিনী তো বেটই।
পদ্মা আমার কাছে বিপদ-দা! আমার জীবনে বিপদের দান নিয়ে এসেছে বারবার।
সেই...