
চোর আর সাধু

সুনীল গঙ্গোপাধ্যায়
রাত তখন গভীর৷ নদীর ধারে এক সাধুবাবা তখনও জেগে আছেন! তাঁর সামনে জ্বলছে ধুনির আগুন, তার ওপাশে একটা মড়ার মাথার খুলি৷ সেই দিকে একদৃষ্টে তাকিয়ে সাধুবাবা মনে মনে কথা বলছেন৷ এটাই হল তাঁর ধ্যান৷
বেশ জ্যোৎস্না আছে, আকাশে অনেক তারা৷ হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা৷ এই সময় সবাই আরামে ঘুমোয়, শুধু সাধুরাই জেগে থাকে৷
না, শুধু সাধুরা নয়, চোরেরাও জেগে থাকে এই রকম সময়ে৷
পেছনে কিস...