
ইংরেজির স্যার

সুনীল গঙ্গোপাধ্যায়
পুজোর ছুটি হবার মাত্র তিন দিন আগে অরূপ ক্লাসে এসে বলল, জানিস, রামগোপাল স্যার স্কুল ছেড়ে দিচ্ছেন।
আমরা সবাই একসঙ্গে অবাক হলুম।
রবীন বলল, যা:, কী বাজে কথা বলছিস!
আমি বললুম, হতেই পারে না!
রমেন বলল, এক-একদিন এই অরূপটা এক-একটা নতুন গুল ছাড়ে।
অরূপ গম্ভীরভাবে বলল, আমি না-জেনে কোনো কথা বলি না। রামগোপাল স্যার কালও স্কুলে আসেননি, আজও আসবেন না।
আমি বললুম...