ইংরেজির স্যার

ইংরেজির স্যার

সুনীল গঙ্গোপাধ্যায়

ইংরেজির স্যার

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পুজোর ছুটি হবার মাত্র তিন দিন আগে অরূপ ক্লাসে এসে বলল, জানিস, রামগোপাল স্যার স্কুল ছেড়ে দিচ্ছেন।

আমরা সবাই একসঙ্গে অবাক হলুম।

রবীন বলল, যা:, কী বাজে কথা বলছিস!

আমি বললুম, হতেই পারে না!

রমেন বলল, এক-একদিন এই অরূপটা এক-একটা নতুন গুল ছাড়ে।

অরূপ গম্ভীরভাবে বলল, আমি না-জেনে কোনো কথা বলি না। রামগোপাল স্যার কালও স্কুলে আসেননি, আজও আসবেন না।


আমি বললুম...

Loading...