
আয়না – নরেন্দ্রনাথ মিত্র

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| ভৌতিক হরর |
পোষ্ট করেছেনপ্রিয়া দেব১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মাস তিনেক আগে সন্ধ্যার পর বউবাজার স্ট্রীটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশির ভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার, আলমারিতে সেই গুদাম ভরতি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে, সেখানে ছোট একটি টেবিল। সরাজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দু’খানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম।