
মানসী তুমি

নীহাররঞ্জন গুপ্ত
কিরীটী গোয়েন্দা কাহিনী
উৎসর্গ : ডাঃ পুষ্পিতা সাহু / ডাঃ মলয় সাহু
০১.
টেলিগ্রামটা এসেছিল বিকেলের দিকে সংক্ষিপ্ত তার। টেলিগ্রামে লেখা ছিল : সুকুমার, বিবাহ করেছি। তোমার নতুন বৌদিকে নিয়ে আগামী শনিবার সকালের ট্রেনে পৌছাব। শরদিন্দু।
আগামী শনিবার মানে কাল বাদে পরশুই। মনে মনে হিসাব করে দেখল সুকুমার, হাতে মাত্র একটা দিন তাহলে আর আছে। কোন্ ট্রেনে এবং ঠিক ...