• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
মানিক বন্দ্যোপাধ্যায়

@লেখক

পূর্ণ নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

জন্ম: ১৯ মে ১৯০৮, বিহার, ব্রিটিশ ভারত

মৃত্যু: ৩ ডিসেম্বর ১৯৫৬, কলকাতা, ভারত


প্রাথমিক জীবন ও শিক্ষা:

মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বিহারের সাঁওতাল পরগনায়। তার বাবার কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হলেও, শিক্ষাজীবন কেটেছে কলকাতায়। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত বিষয়ে পড়াশোনা করলেও অর্থনৈতিক সংকটের কারণে লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেন।


সাহিত্য জীবন:

মাত্র ২৮ বছরের সাহিত্যজীবনে তিনি ৪০টির বেশি উপন্যাস ও ৩০০-র বেশি ছোটগল্প রচনা করেন। তার লেখায় সমাজের নিম্নবর্গের মানুষের জীবন, দারিদ্র্য, সংগ্রাম ও বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।


উল্লেখযোগ্য রচনা:

উপন্যাস:

  1. পদ্মানদীর মাঝি
  2. পুতুলনাচের ইতিকথা
  3. দিবারাত্রির কাব্য
  4. শহরবাসের ইতিকথা
  5. জননী
  6. চিহ্ন


ছোটগল্প:

  1. প্রাগৈতিহাসিক
  2. আত্মহত্যার অধিকার
  3. সমুদ্রের স্বাদ
  4. হারানের নাতজামাই
  5. অপরিচিতা


সাহিত্যিক বৈশিষ্ট্য:

মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে বাস্তববাদী ধারার অন্যতম পথিকৃৎ। তার রচনায় গ্রামীণ জীবন, রাজনৈতিক সচেতনতা, মার্কসবাদী দর্শন ও সামাজিক বৈষম্যের স্পষ্ট প্রতিফলন দেখা যায়।


মৃত্যু ও উত্তরাধিকার:

দারিদ্র্য, অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে মাত্র ৪৮ বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় মারা যান। তবে তার সাহিত্যকীর্তি আজও বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে স্বীকৃত।

৮৭

বার পড়া হয়েছে

৩৭

বইসমগ্র

OR