
অসহযোগী
মানিক বন্দ্যোপাধ্যায়
রমানের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। বছরখানেক আগে রমেনকে সে তার পিসতুতো ভগ্নীপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল— ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক – রকম দুরন্ত হয়ে উঠেছিল ; কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না। দু -তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়োতে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল,...