Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
তারাপদ রায়

@লেখক

ফাল্গুনী মুখোপাধ্যায়: সংক্ষিপ্ত জীবনী

ফাল্গুনী মুখোপাধ্যায় (আসল নাম: তারাপদ) ছিলেন একজন খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক, লেখক ও সম্পাদক। তিনি ১৯০৪ সালের ৭ মার্চ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে হেতমপুর কলেজে পড়াশোনার সময় তিনি রাজরোষে পড়েন এবং পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ পাশ করেন। তার স্মৃতিকে সম্মান জানিয়ে ২০০৭ সালে তার গ্রামের একটি পাড়ার নামকরণ করা হয় ‘ফাল্গুনী পল্লি’।

তার সাহিত্য জীবন শুরু হয় ‘বঙ্গলক্ষ্মী’ মাসিকপত্রে সম্পাদনার মাধ্যমে। পাঠকপ্রিয়তা অর্জনকারী উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন তাকে জনপ্রিয় লেখকের আসনে অধিষ্ঠিত করে। শাপমোচন উপন্যাসটি ১৯৫৫ সালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়, যেখানে অভিনয় করেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। ২০০৯ সালে এই উপন্যাস অবলম্বনে একটি টেলিফিল্মও নির্মিত হয় বাংলাদেশে।

তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে: আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নিকন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ও ময়ূরী, জলে জাগে ঢেউ, মীরার বধূয়া, স্বাক্ষর, চরণ দিলাম রাঙায়ে। কবিতার ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন, তার দুটি কাব্যগ্রন্থ হল হিঙ্গুল নদীর কূলে ও কাশবনের কন্যা।

তিনি ১৯৭৫ সালের ২৫ এপ্রিল পরলোকগমন করেন।

১০

বার পড়া হয়েছে

২

বইসমগ্র