Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
জরাসন্ধ

@লেখক

চারুচন্দ্র চক্রবর্তী (জন্ম: ২৩ মার্চ ১৯০২ – মৃত্যু: ২৫ মে ১৯৮১)। তিনি জরাসন্ধ ছদ্মনামেই অধিক পরিচিত ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ঔপন্যাসিক, যিনি পূর্ব বাংলার ফরিদপুর জেলার ব্রাহ্মণডাঙ্গায় জন্মগ্রহণ করেন।


শিক্ষা ও প্রশাসনিক জীবন

প্রাথমিক শিক্ষা শেষে ১৯২০ সালে কলকাতার হেয়ার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে সমাজ-অর্থনীতিতে সম্মানসূচক এম.এ. পাস করেন। তারপর বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা অতিক্রম করে দার্জিলিংয়ে ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট পদের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর প্রায় ৩০ বছর জেল প্রশাসনে নিয়োজিত ছিলেন এবং অবসরে আলিপুর সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ১৯৬০ সালে অবসর গ্রহণ করেন।


জরাসন্ধ উপন্যাস

জেলজীবনের দর্শন ও কাহিনী তাঁর উপন্যাসে প্রাণ ফিরে পায়। ১ মে ১৯৫৩ সালে প্রকাশিত হয় ‘লৌহকপাট’ (মোট চার খণ্ড)। তার ২১টি উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে: তামসী, পাড়ি, মসীরেখা, ন্যায়দণ্ড, পরশমণি, উত্তরাধিকার, ছায়া, নিশানা, তৃতীয় নয়ন, হীরা চুনি পান্না, আশ্রয়, একুশ বছর, আবরণ, এ বাড়ি ও বাড়ি।

অন্যান্য রচনাবলি

আত্মজীবনী: নিঃসঙ্গ পথিক (দুটি খণ্ড; প্রথম খণ্ড প্রকাশিত ১৯৭১)।

ছোটগল্প সংকলন: ছয়টি;

শিশুসাহিত্য: রঙচঙ, রবিবার, যমরাজের বিপদ প্রভৃতি ।

পুরস্কার ও গৌরব

তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি প্রাপ্ত:

শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার

মতিলাল পুরস্কার ।

চলচ্চিত্র রূপান্তর

১৯৬৩ সালে তাঁর উপন্যাস ‘তামসী’ অবলম্বনে নির্মিত হয় বিমল রায়ের ‘বন্দিনী’, যা চলচ্চিত্র জগতে প্রাপ্তিবিশিষ্ট সম্মান লাভ করে ।

মৃত্যু

২৫ মে ১৯৮১—কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন চারুচন্দ্র চক্রবর্তী, এক উজ্জ্বল সাহিত্যজ্যোতি


৪

বার পড়া হয়েছে

১

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস