Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
কাজী ইমদাদুল হক

@লেখক

কাজী ইমদাদুল হকের সংক্ষিপ্ত জীবনী

কাজী ইমদাদুল হক (৪ নভেম্বর ১৮৮২ – ২০ মার্চ ১৯২৬) ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রখ্যাত বাঙালি লেখক, শিক্ষাবিদ এবং সাংবাদিক। তিনি খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আতাউল হক আসামে জরিপ বিভাগে চাকরি করতেন ও পরবর্তীতে খুলনার আদালতে মোক্তার হিসেবে নিযুক্ত হন।

তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০০ সালে বিএ এবং ১৯১৪ সালে বিটি পাস করেন। ১৯০৪ সালে শিক্ষকতা জীবন শুরু করেন কলকাতা মাদ্রাসায়। পরবর্তীতে তিনি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অধ্যাপক ও পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯২১ সালে ঢাকা বোর্ডের প্রথম সুপারিন্টেনডেন্ট হিসেবে নিযুক্ত হন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।

তার অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে "খান সাহেব" (১৯১৯) এবং "খান বাহাদুর" (১৯২৬) উপাধিতে ভূষিত করে।

সাংবাদিকতায়, তিনি ছিলেন 'নবনূর' পত্রিকার সম্পাদক এবং 'শিক্ষক' মাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসেবে সাহিত্যচর্চা ও প্রকাশনায় বিশেষ ভূমিকা পালন করেন।

২

বার পড়া হয়েছে

১

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
প্রবন্ধ রচনা