
শিখণ্ডী খণ্ড

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
| অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৩ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মুখবন্ধ
‘শিখণ্ডী খণ্ড’ গ্রন্থটিতে তিনটি প্রমাণ আকারের প্রবন্ধ নিয়ে সংকলিত হয়েছে। এমন তিনটি বিষয় নিয়ে প্রবন্ধগুলো লেখা হয়েছে, মানুষের কৌতূহল সীমাহীন। মানুষের সেই কৌতূহলের পিপাসা মেটাতেই এই তিনটি প্রবন্ধ রচনার মূল উদ্দেশ্য। বিষয় তিনটি হল –শিখণ্ডী খণ্ড, অস্পৃশ্যনামা এবং মৃত্যুদণ্ড।
‘শিখণ্ডী খণ্ড’ প্রবন্ধের বিষয় এলজিবিটি (LGBT)। অর্থাৎ তথাকথিত হিজড়া, রূপান্তর...