
শব্দকল্পদ্রুম

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১.
ঠিক কীভাবে এটা শুরু হয়েছে তার খুঁটিনাটি মনে নেই। সারা পৃথিবীতেই বানানের একটা প্রতিযোগিতা হয়– আমাদের দেশেও হয়েছে, তবে সেটা বাংলার জন্যে নয়, ইংরেজির জন্যে। খুব চমৎকার আয়োজন, কমবয়সী ছেলেমেয়েদের উৎসাহ-উদ্দীপনা দেখে মনটা ভরে যায়। তখনই সম্ভবত মনে হয়েছিল, বাংলার জন্যে এ রকম একটা আয়োজন কি আরও বেশি প্রয়োজন নয়?
ইংরেজি বানানের মাঝে একটা শৃঙ্খলা আছে, বাংলা বানান নিয়ে...