
টলস্টয় গান্ধী ও আমি

অন্নদাশঙ্কর রায়
| অন্নদাশঙ্কর রায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার যখন সতেরো কী আঠারো বছর বয়স তখন আমি আবিষ্কার করি যে আমি অন্তর থেকে নৈরাজ্যবাদী। আমার পছন্দ রাষ্ট্রহীন অস্তিত্ব—সৈন্য নেই, পুলিশ নেই, নেই ম্যাজিস্ট্রেট, নেই আদালত। পরিবার, বিবাহ, জাত, শ্রেণি এগুলিতে আমার বিশ্বাস অল্পই। সম্পত্তি, মালিকিস্বত্ব, উত্তরাধিকার, টাকা-খাটানো এগুলোরও কোনো অর্থ হয় না আমার কাছে।
অদৃষ্টের এমনই পরিহাস যে আমিই হয়ে দাঁড়াই রাষ্ট্রযন্ত্রের ...