আমার জগৎ

আমার জগৎ

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার জগৎ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পৃথিবীর রাত্রিটি যেন তার এলোচুল, পিঠ-ছাপিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে পড়েছে। কিন্তু সৌরজগৎলক্ষ্মীর শুভ্রললাটে একটি কৃষ্ণতিলও সে নয়। ওই তারাগুলির মধ্যে যে-খুশি সেই আপন শাড়ির একটি খুঁট দিয়ে এই কালিমার কণাটুকু মুছে নিলেও তার আঁচলে যেটুকু দাগ লাগবে তা অতি বড়ো নিন্দুকের চোখেও পড়বে না।

এ যেন আলোক মায়ের কোলের কালো শিশু, সবে জন্ম নিয়েছে। লক্ষ লক্ষ তারা অনিমেষে তার এই ধরণী-দোলার শিয়রের কাছে দাঁ...

Loading...