আইসসি যাসি করসি

আইসসি যাসি করসি

হুমায়ুন আজাদ

আইসসি যাসি করসি

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আইসসি যাসি করছি। এমন বলতাম আমরা হাজার বছর আগে, আটশো বছর আগে। এখন বলি—আসো যাও করো। ক্রিয়া খুব মজার জটিল জিনিশ। অনেক কিছু প্রকাশ করতে হয় ক্রিয়াকে। আরো একটু যথাযথ হওয়ার জন্যে বলতে হয় : অনেক কিছু প্রকাশ করতে হয় ক্রিয়ারূপকে। ক্রিয়ারূপ। যেমন : আইসসি যাসি করসি। আসো যাও করো। পোহাইলি ভইলী লেলি। পোহালে হ’লে নিলে। নানা রকম ক্রিয়ারূপ আছে বাঙলায় : করি, করছি, করেছি। করলাম, করছিলাম, করেছিলাম। করব...