অবস্থা ও ব্যবস্থা

অবস্থা ও ব্যবস্থা

রবীন্দ্রনাথ ঠাকুর

অবস্থা ও ব্যবস্থা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজ বাংলাদেশে উত্তেজনার অভাব নাই, সুতরাং উত্তেজনার ভার কাহাকেও লইতে হইবে না। উপদেশেরও যে বিশেষ প্রয়োজন আছে তাহা আমি মনে করি না। বসন্তকালের ঝড়ে যখন রাশি রাশি আমের বোল ঝরিয়া পড়ে তখন সে বোলগুলি কেবলই মাটি হয়, তাহা হইতে গাছ বাহির হইবার কোনো সম্ভাবনা থাকে না। তেমনি দেখা গেছে, সংসারে উপদেশের বোল অজস্র বৃষ্টি হয় বটে, কিন্তু অনেক স্থলেই তাহা হইতে অঙ্কুর বাহির হয় না, সমস্ত মাটি হইতে থাকে।

তবু ইহ...

Loading...