• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
রবিশংকর বল

@পাঠক

রবিশঙ্কর বল ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ কথাশিল্পী। তিনি ১৯৬২ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম থেকেই সাহিত্য, সাংবাদিকতা এবং সংস্কৃতির নানা দিকের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। লেখক হিসেবে তিনি মূলত উপন্যাস ও ছোটগল্পের জন্য পরিচিতি পান, তবে কবিতা, প্রবন্ধ এবং অনুবাদের ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। প্রায় পঁচিশটিরও বেশি গ্রন্থ তিনি রচনা করেছেন, যার মধ্যে ১৫টিরও বেশি উপন্যাস এবং বেশ কয়েকটি গল্পগ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য।


তাঁর অন্যতম বিখ্যাত উপন্যাস দোজখনামা, যেখানে গল্পের ভেতর গল্পের জটিল বুননে ইতিহাস, রাজনীতি এবং মানবজীবনের নানা টানাপোড়েন ফুটে ওঠে। এই গ্রন্থটি পাঠক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এছাড়াও মধ্যরাত্রির জীবনী তাঁর আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি, যার জন্য তিনি পুরস্কৃত হন। সাহিত্যের পাশাপাশি তিনি সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। সমসাময়িক সমাজ, রাজনীতি, শিল্প ও সিনেমা নিয়েও তিনি লিখতেন এবং পাঠককে নতুন চিন্তার খোরাক জোগাতেন।


রবিশঙ্কর বল অনুবাদক হিসেবেও প্রশংসিত হন। বিশেষ করে সাদাত হাসান মন্টোর লেখা তিনি বাংলায় অনুবাদ করেন, যা পাঠক মহলে ব্যাপক সাড়া জাগায়। তাঁর লেখায় সমাজ-বাস্তবতা, ইতিহাসের পুনর্নির্মাণ এবং মানুষের ভেতরের অন্ধকার দিকের অনুসন্ধান খুব স্পষ্টভাবে ফুটে ওঠে।


দীর্ঘ প্রায় তিন দশকের সাহিত্যজীবনে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে ২০১৭ সালের ১২ ডিসেম্বর মাত্র ৫৫ বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকালপ্রয়াণ বাংলা সাহিত্য জগতে এক শূন্যতা সৃষ্টি করেছে।

০

বার পড়া হয়েছে

০

বইসমগ্র

OR
বইসমূহ
উপন্যাস