
প্রথম কালান্দার ফকিরের কাহিনী

ক্ষিতিশ সরকার
| ক্ষিতিশ সরকার | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৬ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম কালান্দার এগিয়ে এসে তার কাহিনী শুরু করলো। শুনুন মালকিন, কেন আমার দাড়ি গোঁফ কামানো। আর কেন একটা চোখ আমার কানা–সেই কাহিনী বলি :
আমার বাবা ছিলেন এক দেশের বাদশাহ। আর আমার চাচাও আর-এক দেশের বাদশাহ। এমনি যোগাযোগ যে, আমার যেদিন জন্ম হয় আমার চাচারও একটি পুত্র সন্তান হয়। সেইদিনই।
অনেক দিন কেটে গেছে। আমরা দু’ভাই তখন যুবক। আমাদের পরিবারের প্রথা ছিলো— কিছুদিন পর পর আমরা পিতৃ...