
কেন বন্ধ করে দেওয়া হলো Windows...

আমি তথ্য
প্রযুক্তির বিশ্বে কোনো কিছুই স্থায়ী নয় — সফটওয়্যার কঠোরভাবে সময়ের সঙ্গে নিজেকে বদলে নেবে, আপগ্রেড হবে, আর অবশেষে বন্ধ হয়ে যাবে। সম্প্রতি Microsoft ঘোষণা করেছে যে, ১৪ অক্টোবর ২০২৫-এর পর Windows 10-এর অফিসিয়াল নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স এবং সাধারণ সহায়তা (support) প্রদান বন্ধ হবে।
এই সিদ্ধান্ত অনেক ব্যবহারকারীর জন্য চমক এবং উদ্বেগের কারণ হয়েছে। আসুন জানি, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো — আ...