
এই এক নূতন! – সুকুমার সেন

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনবই বন্দর১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শাক্যসিংহ সিদ্ধার্থ রণজিত হইয়া অর্থাৎ মারকে রণে জিতিয়া সবার্থে সিদ্ধিলাভ করিয়া সর্বসিদ্ধার্থ হইয়াছিলেন। তাঁহাকে শেষ সিদ্ধিলাভ করিতে এক একটি জন্ম পার হইতে হইয়াছিল। সে অবস্থায় তিনি বোধিসত্ত্ব ছিলেন। সব শেষে তিনি হইয়াছিলেন বোধিসত্ত্বতম। সেই বোধিসত্ত্বের বিভিন্ন জন্মের আশ্চর্য কীর্তিকাহিনী যাহা প্রাচীন পালি ও সংস্কৃত গ্রন্থে পাওয়া যায় তাহারই আধুনিক প্রতিচ্ছায়া রঞ্জিত চট্টোপাধ্যায় ও সি...