
সাবধান সাপ আছে

অনীশ দেব
'চোখ বুজে ঘুরে দাঁড়াও, বিশ্বাস,' অনন্ত কর মিঠে সুরে বললেন, সুতরাং আমি চোখ বুঝলাম, ঘুরে দাঁড়ালাম, অনেকটা ঘুমিয়ে-চলা মানুষের মতো। শুনলাম, অনন্ত কর সিন্দুক খোলার কম্বিনেশান ডায়াল ঘোরাচ্ছেন। ক্লিক-ক্লিক-ক্লিক-ক্লিক। ডানদিকে ষোলো ঘর। মনে-মনে হিসেব করলাম। ক্লিক-ক্লিক-ক্লিক-ক্লিক। বাঁদিকে এগারো ঘর। শয়তানি হাসি হাসলাম। ক্লিক-ক্লিক-ক্লিক-ক্লিক। 'ডানদিকে ছাব্বিশ, জোরে বলে উঠলাম আমি। কিন্তু সৌভাগ্যবশত ...