
দীন কুটির

সুনীল গঙ্গোপাধ্যায়
আমার তখন তেরো বছর বয়েস, ক্লাস নাইনে পড়ি। সেবার শীতকালে পুরো আড়াই মাস আমরা ছিলাম মধুপুরে। আমার বাবার খুব অসুখ ছিল, সবাই বলেছিল, মধুপুরের জল-হাওয়ায় শরীর ভালো হয়ে যায়।
আমরা একটা মস্ত বড়ো বাড়ি ভাড়া করেছিলাম। মধুপুরে তখন অনেক বাড়িই সারা-বছর খালি পড়ে থাকত, খুব কম টাকায় অনেক বড়ো বড়ো বাড়ি ভাড়া পাওয়া যেত।
আমাদের সেই বাড়িটার নাম ছিল ‘দীন কুটির’। দোতলা বাড়িটাতে অন্তত দশখ...