
জাদুকর সত্যচরণ ও মলমাস তেলের শিশি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
|| ১ ||
ওষুধের দোকান থেকে চন্দন তার মেডিকেল রিপ্রেজেনটেটিভের চামড়ার ব্যাগটা নিয়ে বাইরে বেরিয়েই বুঝতে পারল আকাশের গতিক বড় সুবিধার নয়। বিকাল সবে সাড়ে চারটে, কিন্তু যেন সন্ধ্যা নামতে চলেছে! ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। কালবৈশাখীর পূর্বাভাস। আমহার্স্ট স্ট্রিট থেকে চন্দনকে তার বাসায় ফিরতে হবে। মিনিট পঁচিশের হাঁটা পথ। অন্য সময় হলে সে হেঁটেই ফিরত। কিন্তু আকাশের অবস্থা মোটে...