
হারানো প্রাপ্তি (একেনবাবু)
সুজন দাশগুপ্ত
| সুজন দাশগুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সূচিপত্রঃ—
ওয়াশিংটন ডিসি গিয়েছিলাম একেনবাবুর উৎসাহে। উনি স্মিথসোনিয়ান মিউজিয়াম কখনো দেখেননি। আমার আর প্রমথর অবশ্য ওটা আগেই দেখা, তাও একেনবাবুর ঘ্যানঘ্যানানিতে উত্যক্ত হয়ে দু-দিন ওয়াশিংটন ডিসি-তে কাটিয়ে রবিবার বিকেলের ট্রেনে ফিরছি। এই ট্রেনটা ধরে অনেকেই উইক-এন্ডের শেষে নিউ ইয়র্কে ফেরে। তাই কামরাটা মোটামুটি ভরতি। যেখানে বসেছি সেখানে দুটো সিট মুখোমুখি। এক দিকে একেনবাবু একা বসেছেন,...