
স্পোকেন ইংলিশ মার্ডার মিস্ট্রি...
সুজন দাশগুপ্ত
| সুজন দাশগুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সূচিপত্রঃ—
ডিসেম্বর মাস শেষ হবার মুখে। অন্যান্য বছরের তুলনায় কলকাতায় শীত নাকি একটু বেশি পড়েছে। রাস্তায় দেখছি শাল সোয়েটার কোট আর মাফলারের ছড়াছড়ি। কান-ঢাকা মাঙ্কি ক্যাপও চোখে পড়ছে, বিশেষ করে ভোরবেলায় আর সন্ধ্যার পরে। আমার শীত তেমন লাগছে না, বোধহয় নিউ ইয়র্কে ঠান্ডায় অভ্যস্ত বলে। গেঞ্জির ওপর ফুল হাতার সার্ট পরেই ঘোরাঘুরি করছি। এই বাহাদুরির ফলে না শ্রেফ পলুশনের জন্যে খুক-খুকে এক...