
সাগর এবং রবীন্দ্রনাথের কবিতা

প্রচেত গুপ্ত
| প্রচেত গুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
‘গুরুদেব, চিনি দিই?
দাও। যদিও আমার আবার চিনি খাওয়া মানা। জ্যোতি আর দ্বিজেন দুজনেই বারণ করেছে। কিন্তু কফিতে একটু চিনি না হলে চলে না বাপু। জ্যোতি, দ্বিজেনদের চেনো তো?’
আমি কাঁচুমাচু হয়ে বললাম, ‘অপরাধ নেবেন না গুরুদেব, ঠিক চিনতে পারলাম না।’
কবিগুরু হেসে বললেন, ‘জ্যোতিপ্রকাশ আর দ্বিজেন্দ্রনাথ বহুদিন ধরে আমার চিকিৎসা করেছে। গুণী মানুষ। আমার ওষুধ পথ্য সবই ওদের হাতে ছিল...