
রমণীর মন

সরোজকুমার রায়চৌধুরী
| সরোজকুমার রায়চৌধুরী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনমৌসুমী দাস১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পঞ্জাব মেল আসানসোল স্টেশনে যখন থামল, তাতে তিল ধরবার জায়গা নেই। সুরেশ্বর মিথ্যে ছুটোছুটি করতে লাগল। তৃতীয় এবং মধ্যম শ্রেণীর যাত্রীরা হাঁফাচ্ছে। যারা বসে আছে তাদের অবস্থাও যেমন, যারা দাঁড়িয়ে আছে তাদেরও তেমনি।
তখন ভোর হতে দু’তিন ঘণ্টা দেরি। অনিদ্রায় এবং সারারাত্রির ধকলে সবাই ধুঁকছে। চোখ ছোট হয়ে এসেছে। গাড়ির দরজা পর্যন্ত লোকের ঠাসাঠাসি।
সুরেশ্বর করুণ কণ্ঠে আবেদন জান...