
বিয়ের খোঁপা

কাসেম বিন আবুবাকার
১
মহিম মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাসার গেটের কাছে এসেছে, এমন সময় সৌরভের গাড়ি আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। সৌরভ কাছে এসে গাড়ি থামিয়ে বলল, তোর কাছে এলাম।
: তাতো দেখতেই পাচ্ছি। চল্ ভিতরে চল্। তারপর দারোয়ানকে গেট খুলে দিতে বলল।
ড্রইং রুমে এসে মহিম বলল, একটু বস আমি চা-নাস্তার কথা বলে আসি।
: ওসব কিছু লাগবে না। খুব ব্যস্ত আছি। অনেকের কাছে যেতে হবে...