
বাইয়ানি

বুদ্ধদেব গুহ
একটা তিনছক আছে।
বালিয়াড়ি আর ঝাউবনের ভেতর দিয়ে দীর্ঘ কালো কালনাগের মতো একটা পিচ-বাঁধা পথ এসেছে ইনস্পেকশন বাংলোর কাছে। অন্য পথটা চলে গেছে ওড়িশা টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পান্থনিবাস, আর আই.টি.ডি.সি.-র অশোক ট্রাভেলার্স লজ হয়ে পিপিলির দিকে।
মোড় থেকে আরও একটা রাস্তা চলে গেছে ব্ল্যাক পাগোডার পদপ্রান্তে।
রোদ পড়লে, হাঁটতে বেরিয়েছিলাম। পথটা খুবই নির্জন। মাঝে ম...