ফকির বাবা

ফকির বাবা

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ফকির বাবা

Books Pointer Iconশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৭ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মনে পড়ল পঁয়ত্রিশ বছর আগেকার কথা। আমি তখন মুঙ্গেরে ওকালতি করি। আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন, তাঁর গুটি তিন-চার জুনিয়র। আমি ছিলাম তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ।


কাজকর্ম বিশেষ করতাম না; বাবার পিছন পিছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম, কখনো বা এজলাসে সাক্ষীর এজেহার লিখতাম, এবং বেশীর ভাগ সময় বার-লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম।

<...

Loading...