
দুর্ঘটনা

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৬ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ধ্বংসস্তূপের ভেতর থেকে অংশু যখন নানা ব্যথা-বেদনা সত্ত্বেও উঠে দাঁড়াতে পারল তখনও ধাঁধার ভাবটা তার যায়নি। সাধারণত দুর্ঘটনায় পড়লে খুব জোরালো ধাক্কায় মনের ক্রিয়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পূর্বাপর কিছু মনে পড়ে না। মন যুক্তিহীন আচরণ করতে থাকে। তবে এ স্মৃতিভ্রংশ নয়। অংশু জানে।<...