
ছদ্মবেশী সময়
সুজন দাশগুপ্ত
প্রাক্কথন
এই লেখাটা নিয়ে পরিচিত এক দাদার কাছে গিয়েছিলাম। সাহিত্যের লোক, লেখা- ফেখা বোঝেন। একটু পড়েই বললেন, “এসব কী? শুরুতেই ‘প্রমথ, একেনবাবু, আর আমি!” তোমার কী ধারণা, পাঠকরা তোমাদের সবাইকে চেনে! ক’জন তোমার লেখা আগে পড়েছে? আগে চরিত্রগুলোর পরিচয় দাও, তারপর গল্প শুরু করো। আর শোনো, সিরিয়াসলি লেখালিখি করতে চাইলে তোমার উচিত ক্রিয়েটিভ রাইটিং-এর ...