
গন্ধ

বাণী বসু
দূরে সরে বসলে কেন?
এমনি।
এমনি? আমায় ভয় করো? আমার স্পর্শ বাঁচাচ্ছ? অচ্ছুত আমি?
না তো।
তাহলে কি আমি উঠে যাব?
প্লিজ না।
তাহলে? কাছে এসে বোসো। দেখছ না কী সুন্দর সবুজ জল টলটল করছে, জলের ভেতর পদ্মপাতা, পদ্মপাতার মধ্যে পদ্মের নাল, তার ওপর পদ্ম ফুটেছে, লাল পদ্ম, যাকে বলে কোকনদ!
তার ভেতরে মধু, মধুতে ভোমরা, ভোমরায়…<...