
আমি একটি সাধারণ মেয়ে

রমাপদ চৌধুরী
| রমাপদ চৌধুরী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি একটি সাধারণ মেয়ে। সাধারণ মেয়েদের মতোই সারা জীবন আমার কেটেছে শধু, স্বপ্ন দেখে। সাধারণ ঘরে আমার জন্ম। স্বাস্থ্য অটুট ছিলো না কোনো কালেই দেখতে সুন্দরী ছিলাম না, ‘পাত্রপাত্রী’ কলমের ভাষার মধ্যমশিক্ষিতা। তবু আমি স্বপ্ন দেখতাম সুখের স্বাচ্ছন্দ্যের।
ছোটবেলায় যখন ইস্কুলে পড়তাম, কি ফুর্তিতেই না কেটে যেতো দিনগুলো। মা কাছে ডেকে বসাতো, যত্ন করে বিনুনি বেধে দিতো। ইস্কুলের বাস এসে পড়লে ভালো...