
নরকের চলচ্চিত্র

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাজশেখর সেন একবার টেবিলের ওপরে রাখা ডিজিটাল ক্লকটার দিকে তাকালেন। বারোটা বাজতে এখনও দশ মিনিট বাকি রয়েছে, তবু এখনই পাড়াটা নিঝুম হয়ে গিয়েছে।
বাঁশদ্রোণির ভেতরের দিকটায় এখনও একটু মফসসলের ছাপ আছে। এখানে ছোট ছোট একতলা দোতলা বাড়ি আছে, রাস্তার ধারে কয়েকটা পুকুর আছে, কলাগাছের ঝাড় আছে। এমনকী মেন রোড থেকে একটু দূরে হেঁটে গেলে এক—দুটো বাঁশবন অবধি দেখা যায়।
কয়েক বছর আগে অ...