
কফিন

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
গণেশ কানোরিয়া ছুরিটা শোকেসের বাইরে বের করে বললেন, এই দেখুন, এর হাতলে ফার্সি ভাষায় একটা শব্দ লেখা আছে, ‘বাবুর’। অর্থাৎ সম্রাট বাবরের নাম। বাবরের সেনাপতিরা তাঁর নামাঙ্কিত এই ছবি ব্যবহার করতেন। আর ওই যে, ওই পাশের বাক্সে লম্বা নলওয়ালা দোনলা পিস্তলটা দেখছেন, ওটা ক্লাইভের আমলের। এখনও কিন্তু কর্মক্ষম ওটা। অর্থাৎ গুলি ছোড়া যায়।
পীযূষ বলল, ‘ছুরিটা একটু হাতে ধরে দেখব?
<...