
আঁকার খাতা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সবে ভোরের আলো ফুটেছে। সারারাত ধরে ছুটে চলেছে ট্রেনটা। থ্রি-টায়ার কুপেটাতে অন্য সহযাত্রীরা কম্বল মুড়ি দিয়ে এখনও শুয়ে আছে। নীলাভর অবশ্য ঘুম ভেঙে গেছে অনেক আগেই। নামতে হবে তাকে। জানলার বাইরে তাকিয়ে ছিল নীলাভ। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাইরের পৃথিবীতে। যতদূর চোখ যায় ফাঁকা জমি। মাঝে মাঝে চোখে পড়ছে ছোটো ছোটো টিলা, কোথাও কোথাও একলা দাঁড়িয়ে থাকা কোনো গাছ। এ-ট্রেন মধুপুর য...