
দূর্গা পূজা কেনো করা হয়? এর ইতিহাস কি?

আমি তথ্য
বাংলার মানুষের জীবনে দূর্গা পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এক মহোৎসব, এক প্রাণের উল্লাস। শরৎকালের আকাশে সাদা কাশফুল, শিউলি ফুলের সুগন্ধ, ঢাকের আওয়াজ— সব মিলিয়ে এই উৎসব বাঙালির প্রাণে বিশেষ আবেগ জাগায়। কিন্তু প্রশ্ন হচ্ছে— দূর্গা পূজা আসলে কেনো করা হয়? এর উৎপত্তি কোথায়? এর পিছনে ইতিহাস ও পুরাণের কী ভিত্তি রয়েছে?
পুরাণ অনুযায়ী দূর্গার জন্ম
দূ...