
সমুদ্রে

রবীন্দ্রনাথ ঠাকুর
সকালবেলায় ঘাটে যেদিন
ভাসিয়ে দিলেম নৌকাখানি
কোথায় আমার যেতে হবে
সে কথা কি কিছুই জানি ।
শুধু শিকল দিলেম খুলে ,
শুধু নিশান দিলেম তুলে—
টানি নি দাঁড় , ধরি নি হাল—
ভেসে গেলেম স্রোতের মুখে ।
তীরে তরুর ডালে ডালে
ডাকল পাখি প্রভাত - কালে ,
তীরে তরুর ছায়ায় রাখাল
বাজায় বাঁ...