
সমাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর
বন্ধ হয়ে এল স্রোতের ধারা ,
শৈবালেতে আটক প ' ল তরী ।
নৌকা - বাওয়া এবার করো সারা—
নাই রে হাওয়া , পাল নিয়ে কী করি ।
এখন তবে চলো নদীর তটে ,
গোধূলিতে আকাশ হল রাঙা ।
পশ্চিমেতে আঁকা আগুন - পটে
বাব্লাবনে ওই দেখা যায় ডাঙা ।
ভেসো না আর , যেয়ো না আর ভেসে—
...