শূদ্রের মাঝে জাগিছে রুদ্র

শূদ্রের মাঝে জাগিছে রুদ্র

কাজী নজরুল ইসলাম

শূদ্রের মাঝে জাগিছে রুদ্র

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

শূদ্রের মাঝে জাগিছে রুদ্র

ব্যথা-অনিদ্র দেবতা।

শুনি নির্জিত কোটি দীন-মুখে

বজ্র-ঘোষ বারতা।

এ কী মহা দীন রূপ ধরি ফের

পথে পথে ভাঙা কুটিরে,

সবারে অন্ন বিলায়ে আপনি

মাগিছ ভিক্ষা-মুঠিরে॥

কৃষক হইয়া কর্ষিছ ভূমি

জলে ভিজে রোদে পুড়িয়া,

পরবাসে তুলি হরের লক্ষ্মী

আঁধারে মরিছ ঝুরিয়া।<...

Loading...